বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত রামপালে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার -৪  নতুনধারার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ রামপালে নিরীহদের ফাঁসাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মামলা দায়েরের অভিযোগ সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা সুন্দরবনে বাঘের পেটে জেলের পুরো দেহ, পাওয়া গেল মাথা ও রক্তাক্ত প্যান্ট রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন
ক্ষমা চেয়ে স্ত্রীর লাশ নিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার জামিন

ক্ষমা চেয়ে স্ত্রীর লাশ নিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার জামিন

চুলকাঠি ডেস্ক : জামিন পেলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের লাঞ্ছনার শিকার মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও তার ছেলে রাকিবুল ইসলাম।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চান তারা। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে এসে রাকিবুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য জানান।

মুক্তিযোদ্ধা ইসাহাক আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় বসবাস করেন অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য। তার ছেলে রাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত।

২ সেপ্টেম্বর রামেক হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী পারুল বেগম (৬৫) বিনা চিকিৎসায় মারা যান। মায়ের মৃত্যুতে প্রতিবাদ করেন ছেলে রাকিবুল ইসলাম। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকরা একজোট হয়ে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও তার ছেলে রাকিবুল ইসলামকে দফায় দফায় মারধর করেন। তাদের হাত থেকে রেহাই পাননি রাকিবুলের স্ত্রী-স্বজন এমনকি সঙ্গে থাকা সহকর্মীও।

এরপর মরদেহ আটকে রেখে প্রকাশ্যে বাবা-ছেলেকে ক্ষমা চাইতে বাধ্য করেন চিকিৎসকরা। শেষে রাকিবুলকে তুলে দেন পুলিশের হাতে। পরে ক্ষমা চেয়ে স্ত্রীর লাশ নিয়ে যান মুক্তিযোদ্ধা ইসাহাক আলী।

এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন। চিকিৎসকদের এই অপকর্ম সামনে আসায় ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেনের দায়ের করা মামলায় ওই দিনই রাকিবুলকে নেয়া হয় আদালতে। ওই দিনই তিনদিনের অন্তবর্তীকালীন জামিনে বেরিয়ে এসে মায়ের মরদেহ দাফন করেন রাকিবুল। সরকারি কাজে বাধা দেয়ার ওই মামলায় রাকিবুলের সঙ্গে তার বাবা মুক্তিযোদ্ধা ইসাহাক আলীকেও আসামি করা হয়।

ন্যক্কারজনক এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা।

একই সঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার থেকে আন্দলনে নেমেছেন মুক্তিযোদ্ধারা। হাসপাতালে মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করে দোষীদের বিচার দাবি করেন। মুক্তিযোদ্ধাদের দাবি, হামলার সুষ্ঠু বিচার না হলে মুক্তিযোদ্ধারা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। আগুন জ্বলবে পুরো রাজশাহীতে। ওই মানববন্ধনের পরই থানায় গিয়ে মামলা করেন মুক্তিযোদ্ধা ইসাহাক আলী।

পাশাপাশি রোববার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলনে নামে রাজশাহীবাসী। দোষীদের বিচার এবং রামেক হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফেরাতে সাতদিনের আলটিমেটাম দেয়া হয়।

শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী বাদী হয়ে রামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন, শিক্ষানবিশ চিকিৎসক শোভন ও আবদুর রহিমকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের এবং মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers