শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস : বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (০৩ সপ্টম্বর) দুপুর বাগেরহাট সদর উপজেলা মৎস্য ভবন চত্বর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এই পোনা হস্তান্তর করা হয়। পোনা হস্তান্তর অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চদ্র মন্ডল। এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ খনক, বাগরহাট সদর উপজলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেবুল ইসলাম,সদর উপজেলা পরিষদর মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি,উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর জানাত,মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডুসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্তিত ছিলেন।
এদিন বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুর, রাধা বল্লব গুচ্ছ গ্রাম পুকুরসহ ২০টি জলাশয় ৪‘শ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। এর আগও এই খামারের উৎপাদিত পোনা বিভিন্ন জলাশয় অবমুক্ত করেছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ।
Leave a Reply