বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত রামপালে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার -৪  নতুনধারার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ রামপালে নিরীহদের ফাঁসাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মামলা দায়েরের অভিযোগ সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা সুন্দরবনে বাঘের পেটে জেলের পুরো দেহ, পাওয়া গেল মাথা ও রক্তাক্ত প্যান্ট রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন
মানুষকে ধোঁকা দিতে ১/১১ সরকার খালেদাকে গ্রেফতার করে : তথ্যমন্ত্রী

মানুষকে ধোঁকা দিতে ১/১১ সরকার খালেদাকে গ্রেফতার করে : তথ্যমন্ত্রী

চুলকাঠি ডেস্ক : শেখ হাসিনাকে ‘মাইনাস’ করাই ১/১১ সরকারের মূল উদ্দেশ্য ছিল জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়।’বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওইদিনই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। পরে এই ঘটনা ওয়ান/ইলেভেন বা ১/১১ হিসেবে পরিচিতি পায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- খালেদা জিয়াকে মাইনাস করা। এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের কারণেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারোর সৃষ্টি হয়েছিল। সেই সরকারের মূল উদ্দেশ্য যদি খালেদা জিয়াকে মাইনাস করা হতো- তাহলে প্রথমে খালেদা জিয়াকে গ্রেফতার করার কথা ছিল। সেটি কিন্তু তারা করেনি।’তিনি বলেন, ‘বিএনপির দুর্নীতি-দুঃশাসনের

সুযোগ নিয়ে এক-এগারোর সরকার আসলেও তখনও কিন্তু প্রচণ্ড অন্যায় করা হচ্ছিল। এগুলোর প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধীদলের নেতা শেখ হাসিনা। অন্য কেউ প্রতিবাদ করেনি। সেই কারণে ১/১১ সরকার মনে করেছিল, তারা যে উদ্দেশে ক্ষমতা দখল করেছিল, সেই উদ্দেশ্য নস্যাৎ হবে যদি শেখ হাসিনাকে গ্রেফতার করা না হয়। সেই কারণে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।’

‘১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- মূলত শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আগে এমন মহানুভবতার ঘটনা ঘটেনি, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি দেখিয়েছেন। প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ৬ মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দুইটাই তুলনাহীন।’

‘মানুষগুলোকে সংগঠিত করে রাজপথে নামতে পারলে গণতন্ত্র বিরোধীদের সরাতে পারব’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির রাজপথে নামতে কোনো বাধা নেই। গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা যেখানে মিটিং করছে সেখানে তারা নিজেরা মারামারি করছে। কয়েকদিন আগে তিনি বলেছেন, এখন প্রয়োজন হচ্ছে বিএনপির ভেতরে ঐক্য। তাই আমি অনুরোধ জানাব, বিএনপির ভেতরের ঐক্য প্রতিষ্ঠা করা জন্য। অতীতে যখন তারা রাজপথে নেমেছে তখন তারা হাঙ্গামা, গাড়ি ভাঙচুর, বোমা নিক্ষেপ করেছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে তো কোনো বাধা নেই। আর বিভিন্ন আল্টিমেটাম গত সাড়ে ১১ বছর ধরে শুনে আসছি। এখন জনগণ প্রশ্ন করে তাদের, এই আল্টিমেটাম কোন বছরের জন্য? তাদের এই বক্তব্যগুলো আসলে হাস্যকর।’

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers