রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

রূপসায় ভ্যানের চাকায় লুঙ্গি পেঁচিয়ে প্রাণ গেল যাত্রীর

রূপসায় ভ্যানের চাকায় লুঙ্গি পেঁচিয়ে প্রাণ গেল যাত্রীর

খুলনার রূপসায় ভ্যানের চাকায় লুঙ্গি পেঁচিয়ে পলাশ ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সোনাখালী (রাজপাট) গ্রামের কানাই লাল ঘোষের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রূপসা ঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন তিনি। নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলায় পৌঁছালে তার পরনের লুঙ্গি ভ্যানের চাকায় জড়িয়ে যান। এতে তিনি রাস্তার ওপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers