মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
বাগরেহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জ খালে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে ইদ্রিস হাওলাদার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শেখ পাড়া থেকে নৌকায় করে ধানের চারা নিয়ে নিজ গ্রাম বহরবুনিয়া যাওয়ার পথে একটি খালে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শ আসলে তিনি নৌকা থেকে ছিটকে খালে পড়ে যান। বৃহস্পতিবার সকাল মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস খাল থেকে ইদ্রিসের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার সময় ইদ্রিসের সাথে থাকা বহরবুনিয়া গ্রামের মজিদ হাওলাদার বলেন,খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস।পরে আমরা খোজাখুজি করে ইদ্রিসকে না পেয়ে ফায়ার সার্ভিস খবর দেই। নিহত ইদ্রিসের ছেলে কাওছার হাওলাদার বলেন,বিদ্যুৎ কর্তপক্ষের অবহেলায় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে আমার বাবা মারা গেছেন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল ম্যানজার দিলিপ কুমার বাইন বলেন,আমরা দূর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নওয়া হবে।
Leave a Reply