শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
আলমগীর হোসেন,( নিজস্ব প্রতিবেদ) : বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউ, পি চত্তরে ৩ সেপ্টেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের সহযোগীতায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে তারপলিন, শেল্টার টুল কিটস্,হাইজিন পার্সেল ও ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে প্রধানগ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নির্বাহী সদস্য সরদার আবুল কালাম মিন্টু। শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম।শুভদিয়া ইউপি সদস্য প্রদীস অধিকারী। পিলজংগ ইউনিয়ন উন্নয়ন সহযোগী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।এছাড়া এসময় বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী সহ বেতাগা ইউপি সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ফকিরহাট উপজেলার মোট ৪টি ইউনিয়ন- বেতাগা, লখপুর,পিলজংগ ও শুভদিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মোট ২৭টি পরিবারের মাঝে তারপলিন, শেল্টার টুল কিটস্,হাইজিন পার্সেল ও ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়।
Leave a Reply