মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে মোটরসাইকেল আনছে হোন্ডা কোম্পানি। নতুন মোটরসাইকেল ৬০ হাজার টাকায় পাওয়া যাবে।
কম সিসি-র সস্তার বাইক লঞ্চ করে বৃহত্তর বাজার ধরার লক্ষ্য সংস্থার। সিডি১১০ মডেল-এর থেকেও কম দামে মোটরসাইকেল লঞ্চ করবে হোন্ডা। ভারতে সিডি১১০ -এর এক্স শোরুম প্রাইজ ৬৪ হাজার ১১০ রুপি। তার থেকেও সস্তা হবে নতুন এই মডেল।
হিরো স্প্লেন্ডর, টিভিএস রেডিওন, বাজাজ সিটি হান্ড্রেড-এর মতো মডেলগুলোকে পাল্লা দিতে নতুন মডেল আনবে হোন্ডা। আর এসব মোটরসাইলগুলোই হবে গ্রামের রাস্তার জন্য আদর্শ নতুন মডেল।
Leave a Reply