শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সাকিব (ফকিরহাট): বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে উজ্জল কুমার তরফদার (২৬) নামের এক ছাত্রলীগ নেতা পানিতে ডুবে মুত্যু বরন করেছেন। মঙ্গলবার রাতে তেকাটিয়া গ্রামে এঘটনা ঘটে। সে উক্ত গ্রামের মূতঃ সুনীল তরফদারের পুত্র। স্থানীয় জানান, তেকাটিয়া গ্রামের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল কুমার তরফদার নিজ বাড়ির পাশের্ব একটি গভীর ডোবাই পড়ে মারা যায়। পরে স্থানীয়রা তাকে মূতঃ অবস্থায় উর্দ্ধার করেন। খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ সহ বিভিন্ন ব্যাক্তিরা তার বাড়িতে ছুটে যান, এবং শোকাহত পরিবারকে সান্থনা প্রদান করেন। বুধবার দুপুরে তেকাটিয়া মহাশ্নশানে তার সৎ কার্যাদী সম্পান্ন হয়েছে।
Leave a Reply