মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, ( নিজস্ব প্রতিবেদক ) বাগেরহাটের ফকিরহাটের ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ২সেপ্টেম্বর ২০২০ রোজ বুধবার সকাল ১২টায় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারের পাশে হাইসাওয়া-জার্মান প্রকল্পের আর্থিক সহযোগীতায় হাত ধোয়া স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। হাত ধোয়া স্টেশন এর শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাইসাওয়া বোর্ড মেম্বর স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হাইসাওয়া প্রোগ্রাম অফিসার মোঃ মাহবুবুর রশীদ।বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।হাইসাওয়া প্রোগ্রাম অফিসার মোসরফরাজ খাঁন ও নুজাত আফসানা লুবা।এছাড়াএসময় বেতাগা ইউনিয়ন সি.আই.জি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুধা, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী, হাইসাওয়া প্রকল্পের ইউনিয়ন কমিউনিটি অর্গানাজার তানিয়া সুলতানা সহ বেতাগা ইউপি সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাইসাওয়া বোর্ড মেম্বর স্বপন দাশ বলেন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইসাওয়া প্রকল্পের পক্ষথেকে ফকিরহাট উপজেলার মোট ৮ টা ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে মোট ১৮শত করে সার্জিকাল মাক্স, ১৪শত করে সাবান ও জনসচেতনতামূলক প্রচারনার জন্য
লিপলেট বিতরণ করা হবে।যা বেতাগা ইউনিয়ন থেকে শুরু হলোফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান হাইসাওয়া প্রকল্পের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল কর্মকর্তাবৃন্দদের ধন্যবাদ জানিয়েছেন।খুলনা বিভাগীয় হাইসাওয়া প্রোগ্রাম অফিসার মোঃ মাহবুবুর রশীদ বলেন ফকিরহাট উপজেলায় মোট ৩টি ইউনিয়ন বেতাগা, ফকিরহাট ও মূলঘরে হাইসাওয়া-জার্মান প্রকল্পের আর্থিক সহযোগীতায় হাত ধোয়া স্টেশন নির্মান করা হয়েছে।
Leave a Reply