মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে দেখে নেয়ার হুমকি বাগেরহাট সদরের খানপুরে জেলা যুবদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোংলায় ট্রেনের নিচে পড়ে এক শিশু নিহত বাগেরহাটের খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান মোংলা বন্দরের জেটিত নোঙ্গর করেছে  ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের  বৈদেশিক বানিজ্যিক জাহাজ  আওয়ামীলীগের রোষানলে বন্ধ হওয়া ১৭ শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবি কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ পরিবারের সাথে ২১ তম জন্মদিন পালন করলেন নীলিমা 
স্বাস্থ্যমন্ত্রী: উন্নত বিশ্বে ধস নামলেও বাংলাদেশের অবস্থা ভালো

স্বাস্থ্যমন্ত্রী: উন্নত বিশ্বে ধস নামলেও বাংলাদেশের অবস্থা ভালো

তিনি বলেন, করোনার কারণে বৈশ্বিক মহামারিতে আমেরিকা ও ভারতসহ উন্নত বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছ, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। তবে এখনো আমরা অনেকটা ভালো অবস্থানে আছি। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি ৬ শতাংশ ধরে রাখতে পেরেছি। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।

আজ শনিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

health minister manikgonj innerবক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জাহিদ মালেক বলেন, না জেনে না বুঝেই অনেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেন। বাংলাদেশ করোনা সংকট মোকাবেলায় সফল হয়েছে। এ জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এ সময় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাস্ক পরলে করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ পেলে আমরাও করোনার ভ্যাকসিন পাব। অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং কয়েক মাসের মধ্যে সেই ভ্যাকসিন মানুষ পেতে পারে। অন্যরা পেলে আমরা প্রথম সারিতে থাকব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers