শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
তিনি বলেন, করোনার কারণে বৈশ্বিক মহামারিতে আমেরিকা ও ভারতসহ উন্নত বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছ, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। তবে এখনো আমরা অনেকটা ভালো অবস্থানে আছি। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি ৬ শতাংশ ধরে রাখতে পেরেছি। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।
আজ শনিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, না জেনে না বুঝেই অনেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেন। বাংলাদেশ করোনা সংকট মোকাবেলায় সফল হয়েছে। এ জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এ সময় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাস্ক পরলে করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সেখানে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ পেলে আমরাও করোনার ভ্যাকসিন পাব। অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং কয়েক মাসের মধ্যে সেই ভ্যাকসিন মানুষ পেতে পারে। অন্যরা পেলে আমরা প্রথম সারিতে থাকব।
Leave a Reply