বাদশা আলম/সাকিব ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় পিলজংগ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ইসমাইল শেখ (১৮মাসের) নামের এক শিশুপুত্রের করুন মুত্যু হয়েছে। রবিবার সকালে পিলজংগ ইউনিয়নের বলায়ের দোকান নামক স্থানে এঘটনা ঘটেছে। সে উক্ত গ্রামের ইব্রাহিম শেখের পুত্র। স্থানীয়রা জানান খেলার ছলে উক্ত শিশুপুত্র বাড়ির পার্শ্বে তার কাকা আদিলের বাড়িতে খেলা করতে যায়। এসময় সে খেলার ছলে পার্শ্ববতী পুকুরের পানিতে পড়ে গিয়ে মুত্যু বরন করে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply