বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে সোহেল মুন্সি (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রাত ৯টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে আহত অবস্থায় খুলনা নেয়া হলে সেখানে মারা যান তিনি। সোহেল বরাইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুই বন্ধু মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয়া অপরজন পলাতক।
Leave a Reply