মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০১:৫৮ অপরাহ্ন
ফরিদপুর সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে হামেদ মোল্লা (৫৩) নামের এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কানাইপুর ইউনিয়নের মালঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
হামেদ মালঙ্গা গ্রামের মৃত মনো মোল্লার ছেলে। হামেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন হামেদ। এরপর তিনি আর ফেরেননি। পরে আজ সকালে মালঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় জামা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
এরই মধ্যে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। হামেদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
NTV
Leave a Reply