রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৭ শতাধিক ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় ৭ শতাধিক ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক পণ্যবোঝাই ট্রাক। ছোট গাড়ি (প্রাইভেটকার) সরাসরি পার হলেও পাটুরিয়া ঘাটের দু’টি ট্রাক টার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও ওয়েট স্কেলের সামনে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে।

এছাড়া উথুলী সংযোগ মোড়ে পাটুরিয়া অভিমুখে আরও আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পণ্যবোঝাই ট্রাকের চাপ বাড়তে থাকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করে থাকি। যার কারণে ঘাট এলাকায় কিছু বাড়তি সময় পণ্যবোঝাই ট্রাকগুলোকে অপেক্ষমান থাকতে হয়। পাটুরিয়ায় দু’টি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক রয়েছে ও ঘাটের ওয়েট স্কেলের সামনে আরও শতাধিক পণ্যবোঝাই ট্রাক আছে। শুনেছি উথুলী মোড়েও কিছু ট্রাক আটকিয়ে আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, পাটুরিয়া ঘাটে পণ্যবোঝাই ট্রাকের বাড়তি চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ঘাটের অভিমুখে পণ্যবোঝাই ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers