বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
অন্তর্জালে এখন একটিই নাম। আর হবেও বা না কেন, তিনি যে আল্লু অর্জুন। কোটি কোটি ভক্ত তাঁর। তিনি যদি নতুন রূপে ধরা দেন, ভক্তরা তো উচ্ছ্বসিত হবেনই।
একটু বড়, মানে কান ঢাকা বলা যায়। কোঁকড়ানো। নতুন এ হেয়ারস্টাইল আল্লু অর্জুনের। অন্তর্জালে প্রকাশ হওয়া মাত্র সে ছবি ভাইরাল। ভক্তদের মনে নানা প্রশ্ন। তার মধ্যে একটি, আসন্ন তেলেগু ছবি ‘পুষ্প’-তে কি এই লুকে দেখা যাবে অর্জুনকে?
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের নতুন লুক সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের তরুণ বয়সের মতো। আল্লু অর্জুনের ‘পুষ্প’ ছবির শুটও সামনে। গত মে মাসে এ তারকার জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশিত হয়।
অর্জুনকে সর্বশেষ ‘আলা বৈকুণ্ঠপুরমলু’ ছবিতে দেখা গেছে। নির্মাতা ত্রিবিক্রমের সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। বক্স অফিসে এ ছবি ২০০ কোটি রুপির বেশি আয় করে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় পূজা হেজ, নিবেথা পেথুরাজ ও টাবুকে। দুই দশক পর এই তেলেগু ছবিতে কাজ করেন টাবু। ছবিতে আল্লু অর্জুনের মায়ের ভূমিকায় দেখা যায় টাবুকে।
Leave a Reply