বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা আফিসার মাছুদা আক্তার বৃহস্পতিবার ভোর ৫ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার আসরবাদ তার নিজ জেলা বরিশালে দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার দীর্ঘ দিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীনের মধ্যে সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে চলছিল তার জীবন ঘন্টা। বৃহস্পতিবার ভোর ৫ টায় তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি — – রাজিউন)। তার দুই মেয়ের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং অপরজন একাদশে সরকারি বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত।
তিনি দীর্ঘ দিন ধরে সদর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাগেরহাটে বেসরকারী শিক্ষকদের চিকিৎসার্থে চিকিৎসা কল্যান সমিতি গঠন করে শিক্ষকদের সাহায়া করে আসছেন। একই সাথে এই সমিতির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানানো হয়। দীর্ঘ দিনে তিনি শিক্ষকদের একান্তভাবে আপন করে নিয়েছেন। তার মৃত্যুর সংবাদ শিক্ষক সমাজকে খুব শোকাহত করেছে। অনেক শিক্ষক তার মৃত্যুর খবরে চোখের পানি ধরে রাখতে পারেননি।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply