শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছোট শাখা যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পরিমল কুমার সরকার ড্রেজার মেশিন পুড়িয়ে দেন।তিনি বলেন, ছোট শাখা যমুনা নদীতে ইজারা না নিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। পরে সেখানে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয় এবং বালু উত্তোলনের পাইপগুলো ভেঙে ফেলা হয়।
Leave a Reply