শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ লাগিয়ে সুবিধা নিতে চাই তৃতীয় পক্ষ, থানায় অভিযোগ বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা ব্যয় কমাতে এবার পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে চিটাগুড় রামপালে আওয়ামীলীগ-ছাত্রলীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সমন্বয়কেরা সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ইকরাম’র দায়িত্ব ফিরে পেতে স্থানীয়দের দাবী মাদকের প্রতি আসক্ত তরুণ সমাজকে মাদকমুক্ত করে শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে হবে: এম এ সালাম বাগেরহাটে আওয়ামীলীগ সভাপতির অত্যাচার- নির্যাতনের হাত থেকে বাঁচার দাবিতে মানববন্ধন বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিরুদ্ধে দুদুকের মামলা রামপালে  হামলার বিচার দাবীতে  ছাত্রদল নেতার পরিবারের  মানববন্ধন আগামীকাল  এস পি এল’র এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ
ব্রিটেনে বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

ব্রিটেনে বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

বিরাট মাঠ। এক কোণে লাল-নীল আলো-আঁধারির একটি রঙ্গমঞ্চ। তারই সামনে আবার শত শত ছোট ছোট মঞ্চ। উপরে দুই-তিনটি করে চেয়ার।

কোনোটাতে আবার চারটি করেও আছে। কোনোটায় আবার গায়ে গায়ে নয়। একটা থেকে আরেকটা প্রায় দুই ফুট। সবগুলোতেই যারা বসে আছেন তারাও ফাঁকা ফাঁকা। না, কোনো মুক্তমঞ্চের নাট্য আয়োজন নয়। লন্ডনের নিউ ক্যাসলের গসফোর্থ পার্কে আয়োজিত ব্রিটেনের প্রথম ‘সামাজিক দূরত্বে কনসার্ট’। আগের মতো অতটা উল্লাস-হইচই না থাকলেও করোনার এই অতিমারীর মধ্যেও পুরো কনসার্টই যেন লোকারণ্য হয়ে উঠেছিল গত সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেন অন্তত দুই হাজার ৫০০ দর্শকশ্রোতা। আয়োজকরা একে ‘সামাজিক দূরত্ব’র প্রথম কনসার্ট বলে দাবি করেছেন। চলতি বছরজুড়ে এমন আরও বেশ কয়েকটি কনসার্ট আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা। গত মাসের মাঝামাঝি থেকে অবকাশ যাপনের অনুষঙ্গগুলো আবারও চালু করার অনুমতি দেয় প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। এ অনুমতির ফলে সুইমিংপুল, জিম, নেইল বার ও ট্যাটু আঁকিয়েদের দরজা খুলে যায়। ক্রিকেটের মতো দলগত খেলাগুলোও আবার শুরু হয়। সীমিত সংখ্যক শ্রোতাদের নিয়ে অনুমতি দেয়া হয় কনসার্টের মতো আউটডোর পারফরম্যান্সগুলোরও। এরই ধারাবাহিকতায় নিউক্যাসলের গসফোর্থের ভার্জিন মানি ইউনিটি অ্যারেনায় পরীক্ষামূলকভাবে সামাজিক দূরত্বের কনসার্ট আয়োজন করা হয়। বেশ সাজানো গোছানো এই কনসার্টে ছিল গাড়ি পার্ক করার সুবিধাও। এছাড়া পাশেই ছিল খাবার ও পানীয়র সুব্যবস্থাও -সিএনএন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers