বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : খুলনার খালিশপুরে হাসিব (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। হতাহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে হাসিব মারা যান। বাকি আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply