মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
আলমগীর হোসেন : ফকিরহাটের শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম বাল্যবিবাহ বন্ধ করলেন এবং নিলেন ব্যাতিক্রমি উদ্যোগ।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের উদ্যোগকে সাড়া দিয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখাতে নিয়েছেন এ ব্যতিক্রমী উদ্যোগ।বাল্যবিবাহ বন্ধের অংশ হিসেবে গতকাল ১৯ আগষ্ট রোজ বুধবার বিকালে শুভদিয়ার কচুয়া গ্রামের, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মোছাঃ হালিমা খাতুন (১১) কে অর্থিক অভাবে পিতা মোঃ রফিক শেখ বাল্যবিবাহ দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা নিয়ে, গোপনে বিয়ে দিতে যান। শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম ও শুভদিয়া ইউনিয়ন উন্নয়ন সহযোগী প্রবীর বিশ্বাসের সহযোগীতায় গোপন সংবাদ ভিত্তিতে বিয়েতে বাঁধা প্রদান করে পরিষদে নেওয়া হয়।পরে সার্বিক বিবেচনা করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম মোঃ রফিক শেখ কে মেয়ের লেখাপড়া বন্ধ না হয় এবং পরিবারটিকে ইউপি প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভিজিডি কার্ড করে দেওয়া ও লেখাপড়া অবহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদানের ওয়াদা করেন।উক্ত পরিবারকে সেই সময় ৩০ কেজি চাউল দেওয়া হয়।পরিবারের সকলে খুশি হয়ে সকলের সামনে মেয়েকে বাল্যবিবাহ দিবেনা বলে ওয়াদা করেন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এই বাল্যবিবাহ বন্ধ ও ব্যাতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply