শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
রাজধানীর জনবহুল মিরপুরের পল্লবীর কালশী’র অন্যতম ব্যস্ততম সড়কে প্রতিনিয়তই হাজার হাজার গাড়ি ও পথযাত্রী পারাপারা হয়। অথচ রাস্তার দু-ধারে অবৈধ স্থাপনা গড়ে ওঠা ও বর্ধিত দোকানপাট হবার কারনে বিশাল রাস্তাটি একে বারে সরু হয়ে যাবার
কারনে যানবাহন ও পথযাত্রী পারাপারে হিমশিম খেতে হয় ও জ্যামের সৃষ্টি হয়৷ সেখানে আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রউফ নান্নু ও ভাম্রমান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালশীর প্রধান সড়কের দু পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
রাস্তার দু পাশে পুনঃ উদ্ধার করে। এতে কালশী এলাকাবাসী কৃতঙ্গতা ও ধন্যবাদ জানায়।
প্রতিবেদক: রাজু আহমেদ মিহিন
Leave a Reply