বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
আরিফ ঢালী (ষ্টাফ রিপোর্টার) : বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে বলে স্বাস্থ্য বিভাগ জানায়। এ ছাড়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনায় আক্রান্ত হয়েছেন।এপর্যন্ত বাগেরহাট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন স্টাফ হয়েছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাট জেলায় এপর্যন্ত মারা গেছে ১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২০ জন।
Leave a Reply