বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
আর থাকছে না বহু বছরের পুরনো নামের ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনের নাম। নির্বাচন কমিশনার এর খসড়া প্রস্তাবে ইউনিয়ন পরিষদ হচ্ছে পল্লী পরিষদ, পৌরসভা হচ্ছে নগর সভা, আর সিটি কর্পোরেশন হচ্ছে মহানগর সভা, চেয়ারম্যান ও মেয়ররা বদলে যাচ্ছে পুড়া দক্ষ আধিকারিক এই নামে। স্থানীয় সরকার বিশ্লেষকেরা বলছেন এখতিয়ার নেই নির্বাচন কমিশনারের। স্বাধীন বাংলাদেশের শুরুতে ১৯৭৩ সালে জাতীয় সংসদে স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল কাঠামো ইউনিয়ন পঞ্চায়েতে নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিয়ন পরিষদ সেই থেকে প্রায় অর্ধশতাব্দী ধরে এর কাঠামো চলছে এই নামে কিন্তু হঠাৎ করে এই নাম বদলের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন ২০২০ খসড়া তৈরি করেছে ইসি যেখানে ইউনিয়ন পরিষদের নাম পাল্টে হচ্ছে পল্লী পরিষদ, পৌরসভা হচ্ছে নগর সভা, আর সিটি কর্পোরেশন হচ্ছে মহানগর সভা, আইনটি চূড়ান্ত হলে কেবল প্রতিষ্ঠানের নাম নয় বহুল পরিচিত মেয়র কিংবা চেয়ারম্যান এর নাম আর থাকবে না। সিটি কর্পোরেশন মেয়র কে ডাকা হবে আধিকারিক নামে এবং পৌরসভা মেয়র হবে পুরো দক্ষ। ইউনিয়নের চেয়ারম্যান পদবী বদলে হবে পল্লী পরিষদ প্রধান। স্থানীয় সরকার ও নির্বাচন বিশ্লেষকরা বলছে সুষ্ঠু নির্বাচনের দিকে নজর না দিয়ে এসব নাম পরিবর্তনের উদ্যোগ অহেতুক এখতেয়ার বহির্ভূত তারা বলছেন প্রস্তাবানুযায়ী আইনটি পাস হলে তৈরি হতে পারে বহুমুখী সংকট। সেইসাথে বিদ্যমান আইন আনতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তবে পরিবর্তন হবে না উপজেলা বা জেলা পরিষদের নাম।
Leave a Reply