শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কৃষি-শিক্ষা-গ্যাস-বিদ্যু-তেলে ভর্তুকি বৃদ্ধির দাবি নতুনধারার দীর্ঘ একযুগ পর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে পিতার সংবাদ সম্মেলন রামপাল পুলিশের অভিযানে  ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২ রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচি’ বাগেরহাটের কচুয়া কাগজ কলমে আছে বাস্তবে নাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাখালগাছি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ সভা অনুষ্ঠিত মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ রক্তাক্ত জখম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতার ফাসির দাবীতে মোংলায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল শেখ হেলাল উদ্দীন কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যুতে শোক
ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই মারা গেছেন

ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই মারা গেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭২ বছর বয়সে মারা গেছেন, হোয়াইট হাউস বিবিসিকে এই খবর নিশ্চিত করেছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, “তিনি কেবল আমার ভাই না, তিনি আমার সবচেয়ে ভাল বন্ধুও”

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ, তবে তিনি কী ধরণের রোগে ভুগছিলেন তা স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট শুক্রবার বিকেলে নিউইয়র্কের হাসপাতালে তার ভাইকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন: “তিনি খুব কঠিন সময় কাটাচ্ছেন।”

তিনি বলেন, “খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে,আমার প্রিয় ভাই রবার্ট নিরবে নিভৃতে মারা গেছেন। তাঁর স্মৃতি চিরকাল আমার হৃদয়ে বাস করবে।”

ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকও এই মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা জানান।

“রবার্ট ট্রাম্প ছিলেন খুব দারুণ মানুষ – দৃঢ়, দয়াবান এবং বিশ্বস্ত,” তিনি টুইটারে লেখেন, “আমাদের পুরো পরিবার তাকে গভীরভাবে স্মরণ করবে।”

ট্রাম্পের ভাইবোন

ছবির ক্যাপশান,বাম থেকে ডানে ট্রাম্পের ভাইবোনদের ছবি: রবার্ট, এলিজাবেথ, ফ্রেড, ডোনাল্ড এবং মেরিয়েন

ফ্রেড এবং মেরি অ্যান ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে রবার্ট সবচেয়ে ছোট ছিলেন এবং তার ভাই ডোনাল্ডের দু’বছর পরে তাঁর জন্ম হয়েছিল।

রবার্ট ট্রাম্প মূলত ট্রাম্প প্রপার্টি এম্পায়ারের জন্য রিয়েল এস্টেট বিনিয়োগ পরিচালনা করতেন।

তিনি তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মে ব্যয় করেছেন, সবশেষ তিনি শীর্ষ নির্বাহী হয়েছিলেন।

শেষ সময়গুলোয় তিনি নিউইয়র্কে আধা অবসরে ছিলেন।

তিনি সম্প্রতি তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পের লেখা “হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান” (কিভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষের জন্ম দিয়েছেন) শীর্ষক বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হন।

ওই বইটি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। তবে রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছিলেন রবার্ট ট্রাম্প।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers