মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
মোঃ আরিফ ঢালীঃ বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে তরুণ গীতিকার তরিকুল মোল্লার লেখা দুটি মন ভোলানো ইসলামী সংগীত ” দ্বীনের পথে চলো মুমিন ” ও “শান্তি চাইরে ” রিলিজ হতে যাচ্ছে।তরুন গীতিকার তরিকুল মোল্লার বাড়ি বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের পাখিমারা এলাকায়। তার লেখা এই ইসলামী সংগীতে যৌথ ভাবে কন্ঠ দিয়েছেন শিল্পী শাহীন আলম,হাবিবুর রহমান, হাবিবুল্লাহ ( মেচবাহ) ও রবিউল ইসলাম। সংগীত সুরারপ করেছে শাহীন আলম ও হাবিবুল্লাহ (মেচবাহ)। এই সংগীত দুইটি প্রকাশীত হবে লেখাের নতুন ইউটিউব ( Tarunner protik ) চ্যানেলে।গীতিকার তরিকুল মোল্লার বলেন আপনাদের সকলের সংগীত দুইটি ভাল লাগবে।
Leave a Reply