মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন রুবেল : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পি,জি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার আশু রোগ মুক্তির কামনায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ দোয়া কামনা করেন। ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে উক্ত দোয়া অনু্ষ্ঠিত হয়। এছাড়া ফকিরহাট নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা সহ যারা করোনায় আক্রান্ত এবং জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পাশে থেকে হাসপাতালে সেবা করছেন আনন্দ দাশ ও তাপস দেবনাথ এর সার্বিক সুস্থ্যতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন রুবেল, সহ-সভাপতি মান্না দে, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান দুলু, কামরুল আহসান হিরক, খান মাহমুদ আরিফুল হক, মোজাহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক এমএমসি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ সাগর মল্লিক,প্রচার সম্পাদক এইচ.এন হাবিবুর রহমান, সদস্য শেখ খাবির হোসেন, শেখ আজমল হোসেন, সৈয়দ অনুজ, মোঃ কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের ধর্ম সম্পাদক শেখ হুমাউন কবির।
Leave a Reply