রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা জব্দ

মোংলা বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা জব্দ

বাগেরহাট অফিস : মোংলা সমুদ্র বন্দর আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান পোস্তদানা আটক করেছে মোংলা কাস্টমস হাউস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের দুই নং ইয়ার্ড অভিযান চালিয়ে ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করা হয়। এসময় মোংলা কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার সামছুল আরফিন, মোংলা বন্দরের চীপ সিকিউরিটি অফিসার বিএম নুর মোহাম্মাদ বিএন, বাগেরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি লিয়াকত হাসান লিটন, শিপিং এজেন্ট এর প্রতিনিধি মেহেদীসহ অনেকেই উপস্তিত ছিলন। ৯ আগস্ট সিংঙ্গাপুর থেকে আসা একটি সানজারজিও নামক একটি বার্নিজিক জাহাজ এ কন্টেইনারগুলো আসে। ঢাকা শোয়ারী ঘাটস্থ মেসার্স তাজ ট্রেডার্স ও ইসলামপুর মেসার্স আয়েশা ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান টনিসেবল ও ফাম স্প্র ঘোষনা দিয়ে প্রতারণার মাধ্যমে আমদানি নিষিদ্ধ এই পোস্তদানা বন্দর আনেন। মোংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ৪টি কন্টেইনার পোস্তদানা রয়েছে। আমরা কাস্টমস হাউজের উর্দ্ধোতন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও শিপিং এজটর প্রতিনিধির সামন এই কন্টেইনার খোলা হয়। কন্টেইনার খুলে দেখা যায় আমদানি নিষিদ্ধ পোস্তদানা রয়েছে।আমরা কন্টেইনারগুলোকে সিলগালা করেছি। প্রতিটি কন্টেইনারে আনুমানিক ১৮ টন করে মোট ৭২ টন পোস্তদানা রয়েছে এখানে। পোস্তদানার সঠিক পরিমান ও দাম নির্ধারণ করে আগামী সপ্তাহের শুরুতেই আমদানি কারকদের বিরুদ্ধে শুল্ক আইন ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers