বাগেরহাট অফিস : বাগেরহাট পোষ্ট অফিস থেকে প্রতিনিয়ত টাকা চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপার কর্তৃপক্ষ নিরব। সিসি ক্যামেরা লাগানো থাকলেও তা অকেজো উল্লেখ করে গ্রাহকদের হয়রানী করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি পক্ষ পোষ্ট অফিসের সাথে সংশ্লিষ্ট কতিপয় লোক এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানিয়েছে। বুধবার সকালে শহরতলীর সোনাতলা গ্রামের সুমন শেখের স্ত্রী খাদিজা বেগম বাড়ী থেকে টাকা নিয়ে রিক্সা যোগে ব্যাংকে যায়। ওখানে নেমে রিক্সা ভাড়া দেওয়ার পর পোষ্ট অফিসে টাকা রাখতে গিয়ে ভীড় দেখে সেখানের এক কর্মচারীকে বই লিখতে দিয়ে ২০ মিনিট বসে অপেক্ষা করেন। একটু পর দেখেন তার ব্যাগের চেইন খোলা। ২০ হাজার টাকা নেই। এই ঘটনায় কর্তৃপক্ষকে জানালে সিসি ক্যামরা অকেজো বলে জানান। বাগেরহাট সদর থানায় গতকাল রাতে একটি ডায়রী করা হয়। যাহার নম্বর ৪২৬। এমনভাবে প্রতিনিয়ত বাগেরহাট পোষ্ট অফিস থেকে টাকা চুরির ঘটনা ঘটলেও কেউ কোন প্রতিকার পাচ্ছে না। ভুক্তভোগীদের একাধিক অভিযোগ থাকলে কর্তৃপক্ষ কেন আমলে নিচ্ছে না বলে অভিযোগ। অনুপায় হয় ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply