বাগেরহাট অফিস : মোংলা সমুদ্র বন্দরে থাকা কার্গো জাহাজ থেকে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে মোংলা শহরতলীর কানাইনগর-গুছগ্রাম এলাকার নিয়ামত হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে চোরা কারবারীদের আটকসহ রশি ও ব্যাটারী উদ্ধার করে মোংলা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিয়ামত হাওলাদার, তরিকুল ব্যাপারী, সিজার খান ও সিরাজ শিকদার। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চধুরী বলেন, কার্গো জাহাজ থেকে রশি ও ব্যাটারি চুরির ঘটনায় জাহাজ মালিকের অভিযাগের প্রক্ষিতে আমরা রশি ও ব্যাটারিসহ চার চোরাকারবারীকে আটক করেছি। আটককৃতদর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সাপর্দ করা হয়েছে।
Leave a Reply