মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন রুবেল : বাগেরহাটের ফকিরহাটের আট্রাকী গ্রামের বাবুল শেখ এর মেয়ে আসমা বেগমকে হত্য চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী। জানা যায় ১৫ বছর আগে আসমা বেগমের সাথে একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মকবুল মোল্লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বিয়ের অর থেকেই মকবুল মোল্লা তার স্ত্রী আসমা বেগমকে বিভিন্ন সময় যৌতুকের দাবীতে মারধর করে আসছে।এ নিয়ে অনেকবার শালিস বিচার হলেও কোন ফলাফল হয়নি। আসমা বেগম জানান,তার স্বামী প্রায় তার কাছ থেকে যৌতুকের টাকা দাবী করতো আর না দিতে পারলেই নির্যাতন চালাতো।শুধু তাই নই স্ত্রীর মুখ থেকে উঠে এসেছে পাষন্ড স্বামী মকবুল মোল্লা অবৈধ সম্পর্কেও জড়িত আর এ বিষয় নিয়ে বাধা প্রদান করলে চলতো অমানবিক নির্যাতন। বুধবার (১২) আগষ্ট রাত ১২ টায় পুনরায় তার কাছে থেকে যৌতুকের টাকা দাবী করে।দিতে অস্বীকার করায় বেধরক মারপিট করে এবং হত্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গুরুতর আহত আসমা বেগম তার লম্পট ও পাষন্ড স্বামীর কঠিন সাজা দাবী করেন। এরিপোর্ট লেখা অবদি ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল
Leave a Reply