বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি : ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার্থে ঢাকায় নেওয়া হয়েছে। ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া দেয়াপাড়া দাখিল মাদ্রাসায় তার আশু সুস্থতা কামনা করে সামাজিক দুরত্ব বজায় রেখে এক দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: ছিদ্দিকুর রহমান, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: শহিদুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: হোসাইন ছায়দীন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মুফতি মাও: রফিকুল ইসলাম।
Leave a Reply