শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
বাগেরহাট অফিস : মাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চান দিন মজুর মো: রফিকুল ইসলাম। ২৭ বছর আগে ৭টি সন্তান নিয়ে বিধবা হওয়া আম্বিয়া বেগম (৬৫) ৩মাস যাবৎ চিকিৎসার জন্য ঘুরছেন। ইতিমধ্যে তার দুইটি সন্তানের মৃত্যু হয়েছে। এখন মায়ের এক ছেলে রয়েছে। একমাত্র ছেলে মো: রফিকুল ইসলাম মায়ের চিকিৎসা ইতািমধ্যে ধারদেনা করে চালালেও এখন আর পারছেন না।বর্তমান খুলনা মডিকেল কলেজ হাসপাতাল আবাসিক সার্জন ডা. বিপ্লব বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা চলছে। তার গলার টিউমার অপারশনের জন্য প্রায় একলক্ষ টাকা প্রয়োজন। কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মৃত আ.মান্নান শেখের ছেলে দরিদ্র দিন মজুর মো: রফিকুল ইসলাম তার মায়ের চিকিৎসার জন্য বিত্তবানদের সহায়তার জন্য মানুষের দারে দারে ঘুরছেন। মো: রফিকুল ইসলাম জানায়, গত ৩মাস আগে তার মা আম্বিয়া বগমর গলায় ছাট একটি ফোঁড়ার মত দেখা দেয়। এরপর এর আকার বাড়তে থাকে এখন পুরা গলা জুরে টিউমারটি বড় হয়ে গেছে, এর চিকিৎসায় ইতািমধ্যে ৪০ হাজার টাকা খরচ করেও ফেলেছে। দরিদ্র এ দিন মজুরের পক্ষে মায়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এজন্য বিত্তবান, জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। টাকা পাঠানো ও যাোগাযোগের জন্য ছেলে মো: রফিকুল ইসলাম ০১৯২৭৬৪৩৪৯৭।
Leave a Reply