বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
চুলকাঠি অফিস : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের মাছ ব্যবসায়ী খুলনায় যাবার পথে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে। জানা যায়, বাগেরহাট সদর উপজলার সৈয়দপুর গ্রামের হুমায়ুন বিশ্বাস (২৫) ও মামুন বিশ্বাস (৪৭) মঙ্গলবার (গতকাল) আনুমানিক সকাল ৬ টার সময় ভ্যান যোগে খুলনায় যাচ্ছিল। কুদির বটতলা ছাডিয়ে ব্রিজের দিকে ২০০/৩০০ গজ দুরে পৌছালে একখানা মটর সাইকেল যোগে ৩ জন লোক এসে তাদের গতি রোধ করে। তারপর ধারালা অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও নগত এগারো হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রাস্তা ফাকা থাকায় তাদের চিৎকারও কেহ এগিয়ে আসেনি।
Leave a Reply