বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাগেরহাট উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলা পর্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার নিয়ম ও বিষয়বস্তু প্রচার করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলায় প্রতিযোগিতার শুরু হচ্ছে ১১ আগস্ট ২০২০ বিকাল ০৩.০০টায় অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীদের দুইটি শ্রেণি /বিভাগে ভাগ করা হয়েছে।১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি শিক্ষার্থীদের ক বিভাগ এবং ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের খ বিভাগে ভাগ করা হয়েছে।বঙ্গবন্ধুকে নিয়ে গান/মুক্তিযুদ্ধের গান/দেশাত্ববোধক গান/গণসংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা/মুক্তিযুদ্ধ/দেশাত্ববোধক/শিশুতোষ,৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারন করা হয়েছে।
Leave a Reply