মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের কমিটির সভা গৃহহীনদের ঘর প্রদানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন বাগেরহাটে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা বাগেরহাট অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস শুভ উদ্বোধন বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুনধারার উদ্বেগ ফকিরহাটের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন বাগেরহাটের রামপালে মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফকিরহাটে কয়েকটি  জনবহুল সড়কে জনসাধারণের চলাচলের অনুপযোগী চরম দুর্ভোগে 

ফকিরহাটে কয়েকটি  জনবহুল সড়কে জনসাধারণের চলাচলের অনুপযোগী চরম দুর্ভোগে 

বাদশা আলম  :  বাগেরহাট  জেলার  ফকিরহাট  উপজেলায় কয়েকটি জনবহুল সড়কে  জনসাধারণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এতে হাজার হাজার জনসাধারণ  ও পথ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত সরজমিনে দেখা যায়, খুলনা মোংলা মহাসড়কের বাইপাস শ্যামবাগাত থেকে মাদারতলা পর্যন্ত সড়ক দির্ঘকয়েক বছর  ধরে রেলওয়ের ভারী যানবাহন চলাচলের জন্য এ সড়কটি জনসাধারণের স্বাভাবিক চলাচলের জন্য চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়কের বিষয় পিলজংগ ইউনিয়ন পরিষদের সদস্য খান খালেকুজ্জামান বলেন, এই শ্যামবাগাত থেকে বেতাগা বাজারে সংযোগ এ সড়কে প্রতিদিন এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার জনসাধারণ ও পথ যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে কাদাযুক্ত সড়কে পরিনত হয়েছে। তিনি আরও বলেন এ সড়কটি কয়েক বছর পূর্বে ভালো ছিলো আজ কয়েক বছর ধরে রেলওয়ের কাজের জন্য এ সড়ক দিয়ে ভারী ভারী যানবাহন চলাচলের জন্য সড়কের এই দুরবস্থা আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশনের জানানোর পর একটু খোয়া, ইট, বালু দিয়েছে৷ তারপর সড়কের মাঝখানে বড় গর্তের পরিনত হয়েছে। বর্তমানে বর্ষার মৌসুমে জনসাধারণের স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারছেনা। এতে প্রতিদিন কোনোনা কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে এলাকার সরফরাজ জানান। শ্যামবাগাত থেকে মাদারতলা পর্যন্ত সড়কের যে বেহাল অবস্থা তাতে চলাচলের জন্য অনুপযোগী। এতে জনসাধারণ ও পথ যাত্রীদের ভোগান্তির আর শেষ নেই। অপর দিকে, খুলনা মোংলা মহাসড়কের শুকদাড়া শহিদ শেখ আবু নাসের  সড়কের শুরু থেকে মাঝে মাঝে ছোট বড় গর্তে পরিনত হয়েছে। এছাড়া বেতাগা বাজারের পশ্চিম থেকে মসজিদের সামনে ছোট বড় অনেক বড় বড় গর্ত হয়েছে এতে জনসাধারণ ও পথ যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ বিষয়ে কথা হয় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ তিনি বলেন রাস্তার যতসমস্যা আছে তা জনগসাধারনের সুবিধার্থে মেরামত করা হবে। এছাড়া শ্যামবাগাত থেকে বেতাগা সড়ক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী মৌসুমে কাজ করা যেতে পারে।
Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers