এ এইচ নান্টু (রামপাল) : রামপালে নতুন করে আরও ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫১ জন। নতুন করে আক্রান্তরা হলেন, রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সালমা বেগম ও আরুজুল ইসলাম, গিলাতলার অংশুমান পাল, ঝনঝনিয়ার শেখ রাসেল ও সুলতানা। মোট সুস্থ হয়েছেন ৩৯ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১০ জন পজিটিভ রোগী রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, সময় থাকতে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply