বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বর্তমান সময়ে একটি আলোচিত ফসল হচ্ছে ড্রাগন ফল।সুগন্ধি ব্লকে ড্রাগন চাষে সফলতার সম্ভাবনা দেখ গেছে। ডাঃ জিয়াউল হায়দারের বাড়ির আঙ্গিনায়। ডাক্তারী পেশার পাশাপাশি বাগান করা তার শখ। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জাতের বিভিন্ন ফলের চারা সংগ্রহ করে বাগান সাজিয়েছেন। প্রায় ১০ শতক জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন। যাতে সবে মাত্র ফল আসতে শুরু করেছে। মিসেস ডাঃ ও দুই মেয়ে বাগানের কাজে সহযোগীতা করে থাকেন। এটি দক্ষিন আমেরিকার জঙ্গলে জন্ম নেওয়া লতানো এক ধরনের ক্যাকটাস গাছের ফল। বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারতে এই ফল প্রচুর পরিমান চাষ হলেও বাংলাদেশে ড্রাগন ফলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী। ড্রাগন ফল আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Leave a Reply