বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে ‘ট্রিপল মার্ডারের’ ১৭ দিন পর এক আসামির দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় মশিয়ালীর শেখ বাড়ির কবরস্থান ও সরদার বাড়ির পেছন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি শেখ জাফরিন হাসানের স্বীকারোক্তি মোতাবেক খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের শেখ বাড়ির কবরস্থানে ৩ রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং সরদার বাড়ির পিছনে রেইনট্রি গাছ সংলগ্ন ডোবায় ১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় ওয়ানশুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
Leave a Reply