শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : চুলকাঠি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ৭ঃ৩০ মিনিটে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন চুলকাঠি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম, মুফতি মাওলানা আলহাজ্ব ফেরদাউস আলম। এসময় মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইনছান মোড়ল। নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া কামনা করেন।বিশেষ ভাবে দেশের সার্বিক পরিস্থিতি বিশ্বের সকল ধর্মভীরু মুসলমান, করোনা আক্রান্ত রোগীদের রোগ মুক্তি কামনা করেন। মুফতি মাওঃ আলহাজ্ব ফেরদাউস আলম বলেন, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
Leave a Reply