রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন

চুলকাঠি বাজারের ব‌্যবসায়ী সুশান্ত দাশের বাডি থেকে গরু চুরি মামলার আসামী হোসেন আটক

চুলকাঠি বাজারের ব‌্যবসায়ী সুশান্ত দাশের বাডি থেকে গরু চুরি মামলার আসামী হোসেন আটক

চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের বিশিষ্ট ব‌্যবসায়ী ও রনজিতপুর গ্রামের নিবাসী সুশান্ত দাশের বাডি থেকে গরু চুরি মামলার আসামী হোসেনকে আটক করেছে পুলিশ।জানা যায়, গত ১৭ মে রাতে বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত কুমার দাশের বাড়ি থেকে তিন লাখ টাকা মূল্যের ৩ টি গরু চুরি হয়। পুলিশ তিন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করলেও মামলার অপর ৩ আসামী হাসান, হোসেন ও তায়েফকে পুলিশ আটক করতে পেরেছিল না। উক্ত আসামীরা বিভিন্ন সময় বিবাদীকে হুমকী , গাছ কর্তন , ঘেরের মাছ ও অন‌্যান‌্য মালামাল চুরি করছিল বলে বিবাদীর অভিযোগ। পরে পুলিশ উক্ত মামলার কুখ‌্যাত আসামী হোসেনকে আটক করে। চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় জানান,“ আটককৃত হোসেনের বিরুদ্ধে মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে পলাতক ছিল। রামপা‌ল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। তাকে থানায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers