শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : চলমান করোনা মহামারী পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে কোরবানির পশুর হাট ও হাটে বর্জ্যব্যাবস্থাপনাসহ সর্বত্র স্বাস্থ্য বিধি অনুসরণ করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের দুই দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই বিশেষ প্রচারাভিযানের উদ্বোধন করেন।প্রচার অভিযানের উদ্বোধনীতে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক অ্যাড. লুনা সিদ্দিকী, বাগেরহাট ফাউ-েশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন প্রমূখসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।প্রচারে বাগেরহাট জেলা পুলিশের একটি সুসজ্জিত পিক আপ বহর মোটর সাইকেল শোভাযাত্রাসহ বাগেরহাট শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ও পশুর হাট এলাকা প্রদক্ষিণ করে সচেতনতামূলক মাইকিং করে।
Leave a Reply