শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের এক স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মাও: মো: আব্দুল গনি বৃহস্পতিবার মারা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদুর রহমান জানান, তার সহকারী শিক্ষক মাও: মো: আব্দুল গনি ২৬ জুলাই খুমেক হাসপাতালে ভর্তির পর তার নমূনা সংগ্রহ করা হয় এবং ২৭জুলাই পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান। তার বাডি ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুরের কচুয়া গ্রামে। তিনি মৃত আব্দুস সামাদের পুত্র। তিনি লখপুরের বল্লভপুর জামে মসজিদে ইমামও ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাট শিক্ষক সমিতি ও বাগেরহাট বেসরকারী শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতি কর্মকর্তা ও সদস্যবৃন্দ শোক প্রকাশ।
Leave a Reply