বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : চুলকাঠি এলাকার পার্শ্ববর্তী এলাকায় চুরি যেন একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাডিয়েছে। গত মঙ্গলবার চুলকাঠির পার্শ্ববর্তী ঘনশ্যামপুর গোদারডাংগা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আশ্বাব ফকিরের বাডি থেকে দিনে দুপুরে নগত টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। চুলকাঠি গ্রামের মৃত নাসির মাষ্টারের ছেলে তুষারের কাছ থেকে নগত ৬৮ হাজার টাকা ও ৪/৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। তুষারের সাথে কথা হলে তিনি জানান,“ ২ দিন আগে ঘরের আলমারীর মধ্যে তালা দেওয়া অবস্থায় কোরবানীর গরু কেনার জন্য ৬৮ হাজার টাকা রাখেন তিনি। একই জায়গায় তার পরিবারের ৪/৫ ভরি স্বর্নালংকার ছিল। বৃহস্পতিবার সকালে গচ্ছিত টাকার সাথে আরও কিছু টাকা রাখতে গিয়ে তার চুরির বিষয়টি জানতে পারে। ভিতরের তালা ভেঙ্গে চুরি হয়েছে সে জানায়।
Leave a Reply