মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছেন একজন করে মানুষ। সব মিলে সেখানে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। বুধবারও সেখানে মারা গেছেন কমপক্ষে ১৪৬১ জন। এর আগে ২৭ শে মে মারা গিয়েছিলেন ১৪৮৪ জন। তারপর বুধবার মৃতের এই সংখ্যা একদিনে সর্বোচ্চ রেকর্ড। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দু’মাসে করোনায় মৃতের সংখ্যা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। গত ১১ দিনে সেখানে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ হাজার। জুনের পর সপ্তাহ থেকে সপ্তাহে সেখানে সম্প্রতি নতুন করোনায় আক্রান্তের সংখ্যা কমে এলেও তিন সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply