শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:২১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : চুলকাঠি এলাকার পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর (গোদারডাংগা) গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আশ্বাব আলী (আশব) ফকিরের বাড়িতে মঙ্গলবার দিনে দুপুরে এক দুর্ধষ চুরি সংঘটিত হয়। জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার সময় বৃষ্টি শুরু হওয়ার আগে আশ্বাব ফকিরের স্ত্রী পাশের হেলথ কমিউনিটি সেন্টারে যায়। সেখান থেকে পাশের বাড়ি থেকে আনুমানিক আধা ঘন্টা পর বাড়ি ফিরে দেখে ঘরের ভিতরের দরজা, আলমারী সহ সব কিছু ভাংগা। তাদের ঘরে নগত সোয়া লাখ টাকা ছিল। এ সময় নগত টাকা, স্বর্নের চেন, আংটি, কানের দুল সহ বিভিন্ন মালামাল চুরি হয়। উল্লেখ্য বাড়িতে একমাত্র একজন মহিলা ছাড়া আর কেহ থাকে না।
Leave a Reply