চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের খানজাহান শরীফ রোডে ইয়ামা মোটর সাইকেলে শো-রুমের শুভ উদ্বোধন করেন। বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু। স্থানীয় ডিলার জহুরুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন আগ্রহী ক্রেতাদের ভীড় লক্ষ করা যায়। বাগেরহাট সড়ক ও পূণ্যভূমি মাজারের সন্নিকটে এই শো-রুমটি অবস্থিত হওয়ায় ক্রেতাদের অধিকতর দৃষ্টিগোচর হবে। প্রধান অতিথি শেখ আকতারুজ্জামান বাচ্চু ফিতা ও কেক কেটে উদ্বোধনকালে বলেন “এই ধরণের মোটর সাইকেল পছন্দ ব্যক্তিদের বয়স অধিকতর কম থাকে। তাই নিজেদের নিয়ন্ত্রণ রেখে তিনি মোটর সাইকেল চালানোর পরামর্শ দেন। একটি দুর্ঘটনা-একটি পরিবারের সারাজীবনের কান্নায় যেন পরিণত না হয়-এমন পরামর্শ দেন তিনি।

Leave a Reply