শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:২৮ অপরাহ্ন
সিহাব উদ্দিন রুবেল : বাগেরহাটের ফকিরহাটে বিদায়ী নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও নবাগত নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে রবিবার (২৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রহিমা সুলিতানা বুশরা,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত, মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম,ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হাসান প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, অভিজিৎ শীল,সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস শেখ,পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ,বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম সহ বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন দপ্তর ও কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান ও বিদায়ী নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন-কে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply