চুলকাঠি ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন। গত ৮/২/২০১৫ খ্রি. তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় পরিদর্শন কালে উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ৮ হাজার ৭২২ কেটি টাকা ব্যয়ে এপ্রিল, ২০১৭ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নে অনুমোদিত হয়। সংশোধিত অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন। বাগেরহাট সদর উপজেলা মডেল মসজিটটি স্থাপনের জন্য পীর খানজাহান (র:) মাজার সন্নিকটে মাদ্রাসার সাথে মসজিদটি করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। উপজেলা মডেল মসজিদটি অধিকতর সুবিধা সম্মত হবে বলে জানা যায়। বাগেরহাট ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক ও বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গাটি নির্ধারণের বিষয়টি জানান। ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান ও বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু এ প্রতিনিধিকে জানান,“ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গডার স্বপ্ন দেখেছিলেন। তারই অবর্তমানে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করে চলছে। বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে গিয়ে নিরলসভাবে জনগণের জন্য কাজ করে চলছেন। প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণ তারই ধারাবাহিকতার একটি দৃষ্টান্ত। ইতোমধ্যে মসজিদটি নির্মাণের জন্য টেন্ডারও হয়ে গেছে।বাগেরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন জানান,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তার যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ডের কারণে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি মডেল। বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বাগেরহাটে একের পর এক উন্নয়ন কর্মকান্ড করে চলছেন।”
Leave a Reply