বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
সোবহান হোসাইন : বাগেরহাট সদরের চুলকাঠি বাজারে অভিনব কায়দায় মোবাইল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে লিমন টেলিকমে গতকাল ২৩ জুলাই আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে। লিটন বিশ্বাস চুলকাঠি বাজারের একজন ফোন ব্যবসায়ী। ফোন ক্রেতা সেজে লিটন বিশ্বাস এর দোকানে প্রবেশ করে বিভিন্ন নামিদামি ফোন দেখে। এসময় তার দোকানে অনেক লোক সমাগম হয় মোবাইল ফোন চোর ক্রেতা সুযোগ পেয়ে অভিনব কায়দায় মোবাইলটি নিয়ে যায়। মোবাইলের মূল্য ২ হাজার ৫ শত টাকা, পরবর্তীতে লিটন বিশ্বাস ফোন কম দেখে ফোনের কথা মনে পড়ে, তাৎক্ষণিক অবস্থায় সে তার দোকানের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সেই মোবাইল চোর ক্রেতা মোবাইলটি একটি ব্যাগ ও একটি ছাতা দিয়ে ডেকে মোবাইলটি নিয়ে দোকান থেকে অতি দ্রুত বের হয়ে যায়। এই চিহৃিত চোর আশেপাশে কেউ হতে পারে বলে দাবি করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী।
Leave a Reply