মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৩:২১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা ব্রাজিল। এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। বুধবার দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৮৬০ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। এর আগে গেল ১৯ জুন সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছিল। খবর সিএনএনের।
Leave a Reply